মুসলিম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে স্কটল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৬, মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াই শেষে স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসেফ। তিনি নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

সোমবার (২৭ মার্চ) এসএনপি প্রধানের পদ নিশ্চিত করেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ৩৭ বছর এশীয় বংশোদ্ভুত এই নেতা এখন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদন পেলেই পরদিন শপথ নেবেন ৩৭ বছর বয়সী ইউসেফ। এতে করে প্রথমবারের মত মুসলিম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে স্কটল্যান্ড।

এডিনবার্গে দেওয়া আবেগঘন বিজয়ী ভাষণে স্কটল্যান্ডের জন্য তাঁর প্রবল আবেগ রয়েছে জানিয়ে স্বাধীনতাপন্থী দলটির নতুন এ নেতা বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।

নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসেফ। আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেওয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়