‘আমার চুলগুলো না শুধু উড়ে যায়। এত অসভ্য!’

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৯, বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
ছবি: এই সময়

ছবি: এই সময়

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধসহ একাধিক অভিযোগ তুলে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির নিচে অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এবং বুধবার দুদিনের অবস্থান কর্মসূচি ছিল তার। এ সময় মঞ্চে নিজের এলোমেলো চুল সামলাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চে লাগানো পাখার বাতাসের চোটে সবারই চুল উড়ছিল। বাদ পড়েননি মমতাও। বক্তব্যের মাঝখানে বারবার তাকে হাত দিয়ে চুল ঠিক করতে দেখা গেছে। তারপর একসময় নারী বিষয়ক মন্ত্রী এবং সংসদ সদস্যদের সঙ্গে হালকা মেজাজে কথা বলতে বলতে এই বিড়ম্বনার কথাও প্রকাশ করেন তিনি।

অবস্থান কর্মসূচিতে এদিন মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেন। মাইক হাতে নিয়ে তাকে বলতে শোনা যায়, তিনি এই মঞ্চে দুইটি দায়িত্ব পালন করছেন। একদিকে তৃণমূল সুপ্রিমো এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী—দুই ভূমিকাই পালন করছেন বলে জানিয়েছেন মমতা। এই বক্তব্যের মাঝখানেই বারবার তাকে এলোমেলো চুল ঠিক করতে দেখা যায়। বাতাসে চুল উড়তে থাকায় রীতিমতো অস্বস্তিবোধ করছিলেন তিনি।

এর পরই মঞ্চে তার পাশে উপস্থিত দোলা সেন, শশী পাঁজা, বীরবাহা হাঁসদাদের নিজের অস্বস্তির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বলতে শোনা যায়, ‘আমার চুলগুলো না শুধু উড়ে যায়। এত অসভ্য! আমার কিছু ছোট ছোট চুল উঠেছে, সামনের দিকটায়। শুধু উড়ে যায়, শুধু উড়ে যায়। কখনো এদিক করি, কখনো ওদিক করি। কিছুতেই কিছু হয় না।’

মমতাকে আরো বলতে শোনা যায়, ‘আমি দেখলাম প্রেসিডেন্টের চুলে চার চারটে ক্লিপ। কেউ হয়ত আছে তার সঙ্গে। চুলটাকে সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে।’ সূত্র: এই সময়

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়