ব্রাজিল হারলেও মরক্কোর কাছে হারেনি পেরু
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
এবারের আন্তর্জাতিক বিরতিতে একটি ম্যাচই খেলেছিল ব্রাজিল। রবিবার ভোরে প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আফ্রিকার দেশ মরক্কোর কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এটিই ছিল ব্রাজিলের বিপক্ষে মরক্কোর প্রথম জয়। ব্রাজিল হারলেও মরক্কোর কাছে হারেনি আরেক ল্যাতিন দল পেরু।
স্পেনের রাজধানী মাদ্রিদের সিভিটাস মেট্রোপলিটন স্টেডিয়ামে মঙ্গলবার রাতের মরক্কো ও পেরুর মধ্যকার প্রীতি ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আক্রমণাত্বক ফুটবলই খেলেছে কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো। আর মরক্কোর আক্রমণ রুখে দিয়ে মাঝেমধ্যে পাল্টা আক্রমণও চালিয়েছে পেরু। ম্যাচের প্রথমার্ধের ১৫তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হাকিম জিয়েশ। তবে অল্পের জন্য গোল পাননি তিনি, বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলেছে মরক্কো, তবে গোলে দেখা পায়নি। ম্যাচের ৭৯তম মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন মরক্কোর সোফিয়ান বৌফাল ও পেরুর কার্লোস জ্যামব্রানো।
দিনবদলবিডি/এমআর