ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:১৯, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় নিহত হয়েছেন ১০ যাত্রী। আহত হয়েছেন ৯ জন এবং ২৩০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এসি কেবিনের থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কোস্টগার্ড প্রধান রেজার্ড মারফি। ফেরিটির ৪৩০ জনের ধারণ ক্ষমতা ছিল বলেও জানান তিনি।

কোস্ট গার্ডের সরবরাহ করা ছবিতে দেখা যাচ্ছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামের ওই ফেরিতে পানি ছিটানো হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত যাত্রীদের তীরে নেয়া হচ্ছে। এ ঘটনায় কোস্টগার্ড তদন্ত করবে বলে জানিয়েছে সংস্থাটি।

৭ হাজার ৬ শর বেশি দ্বীপ বেষ্টিত দেশটির নৌ-পরিবহনে নিরাপত্তা অনেকটাই কম। সেখানে প্রায়শই ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়। এর আগে গত বছর মে মাসে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়