প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৪৫, রবিবার, ১০ জুলাই, ২০২২, ২৬ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

তবে ওয়ানডে তে এমন পাওয়া হিটের প্রয়োজন পড়ে না। আর কেবল এই ফরম্যাটটিতেই বাংলাদেশ শক্তিশালী। জয়টাও পাচ্ছে বেশি…

১৬০ রানই যথেষ্ট মনে করেছিলেন মাহমুদউল্লাহ। ১৬৩ রান করে বাংলাদেশ। বৃহস্পতিবার গায়ানায় তৃতীয় ও শেষ টি ২০ ম্যাচে তবুও পাঁচ উইকেটে হারের পর অধিনায়ক জানালেন, সুযোগ কাজে না লাগানোর মাসুল দিতে হয়েছে। লিটন দাসের ধারণা, পাওয়ার হিটার না থাকায় বিশ্বকাপে ভোগান্তি হতে পারে বাংলাদেশ দলের।

তবে ওয়ানডে তে এমন পাওয়া হিটের প্রয়োজন পড়ে না। আর কেবল এই ফরম্যাটটিতেই বাংলাদেশ শক্তিশালী। জয়টাও পাচ্ছে বেশি।

আজ রবিবার গায়নার প্রভিডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।কিন্তু বৃষ্টির বাগড়ায় ঠিকমতো অনুশীলন করতে পারেনি টাইগাররা। মাত্র দুই বল ব্যাটিং করেই নেট ছেড়ে যেতে হয়েছে অধিনায়ক তামিম ইকবালকে।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (ওপেনার), নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার) নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়