আল-আকসা মসজিদ চত্তরে ফিলিস্তিনীকে হত্যা

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:২৩, শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমে গুলিকরে একজন ফিলিস্তিনীকে হত্যা করেছে। এর আগে আল-আকসা মসজিদে প্রবেশের দরজায় তাকে আটক করা হয়। 

ইসরায়েলের পুলিশ জানায়, আটক ব্যক্তি এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তার কাছ থেকে তার অস্ত্র ছিনিয়ে নেয়।  এরপর তা থেকে গুলিবর্ষন করে। এ সময় অন্য পুলিশ দ্রুত লোকটিকে গুলি করে হত্যা করে। শনিবার ইসরায়েলি পুলিশ এ দাবি করে। তারা একে সন্ত্রাসী হামলা বলে দাবি করে।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্তরে এ ঘটনা ঘটে।  ফিলিস্তিনী জাতিসত্ত্বার প্রতীক হিসেবে কাজ করছে। পবিত্র রমজানে এ মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নিহত ২৬ বছর বয়েসি ব্যক্তিকে বেদুইন শহর হুরার অধিবাসী । স্থানটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এ ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়নি। পুলিশের এ বিবরণ নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। 

অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও হত্যাকান্ডের ঘটনায় ফিলিস্তিনি-ইসরায়েলি মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়