আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, ২ বাসে আগুন

সাভার সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪২, রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১৯ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার আশুলিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বাসে অগ্নিসংযোগ করেছেন। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে চলাচলরত আলী নুর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে বাইপাইল থেকে আশুলিয়া যাচ্ছিল। পথে এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। এ সময় উত্তেজিত জনতা আলী নুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তাৎক্ষণিক নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়