রমজান-ঈদ ঘিরে বাড়তি নিরাপত্তায় র‌্যাব-পুলিশ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৫২, রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১৯ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রমজান ও ঈদ ঘিরে রাজধানীর নিরাপত্তায় কাজ করছে র‌্যাব-পুলিশ সদস্যরা। মোবাইল, মোটরসাইকেল ও টাকা চুরি-ছিনতাইসহ নানা অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাব।

বিশেষ করে রাজধানীর বিভিন্ন শপিং মল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওঁৎ পেতে থাকা পকেটমার ও ছিনতাইকরীদের দৌরাত্ম্য বন্ধ করতে রমজানের শুরু থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর সব কয়টি থানা পুলিশকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, সদরঘাট, শপিংমলসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা বাহিনীর টহল রাখা হচ্ছে। রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথেও থাকছে পুলিশের চেকপোস্ট।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন কাজ করছে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়