পাকিস্তানে মূল্যস্ফীতি ৫ দশকের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৩৭, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২০ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পাকিস্তানের মূল্যস্ফীতি গত পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মার্চ মাসেই দেশটিতে মুদ্রাস্ফীতির হার ছিল ৩৫ দশমিক ৩৭ শতাংশ। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শনিবার সরকার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি মাসে মুদ্রাস্ফীতির গড় ছিল ৩ দশমিক ৭২ শতাংশ। গত বছর গড় মুদ্রাস্ফীতির হার ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ। 

বছরের পর বছর ধরে আর্থিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এছাড়া বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট এবং ২০২২ সালের বিধ্বংসী বন্যার কারণে দেশটির অর্থনীতিকে বড় ধাক্কা সামাল দিতে হচ্ছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ একবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

গবেষণা সংস্থা আরিফ হাবিব লিমিটেডের জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে বলা যায়, মার্চের মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ বার্ষিক হার, অর্থাৎ ১৯৬৫ সালের জুলাইয়ের পর এই প্রথম মূল্যস্ফীতি এতোটা বেড়েছে। আগামী মাসগুলোতে এটি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়