টেস্ট দলে তাসকিনের জায়গায় নতুন মুখ রাজা
স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরিতে ঢাকায় অনুষ্ঠিত টেস্টে খেলা হবে না তার। দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
তাসকিনের জায়গায় ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে দলে ডাকা হয়েছে। সোমবার বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাসকিনের ইনজুরি থেকে ফিরতে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তার সুস্থ হয়ে ফিরতে দুই সপ্তাহ লাগতে পারে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড একমাত্র টেস্টের সিরিজ খেলবে। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবু পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।
দিনবদলবিডি/এমআর