প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে ফরাসি মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ রাত ০৮:১০, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২০ চৈত্র ১৪৩০
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে ফরাসি মন্ত্রী মার্লিন শিপ্পা -ছবি : সংগৃহীত

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে ফরাসি মন্ত্রী মার্লিন শিপ্পা -ছবি : সংগৃহীত

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে ফরাসি সরকারের মন্ত্রী মার্লিন শিপ্পাকে দেখা গেছে। এর পরই তার নিজের দলের সদস্যদের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন তিনি। তিনি নারী ও সমকামীদের অধিকার এবং গর্ভপাত সংক্রান্ত ১২ পৃষ্ঠার একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সেই সঙ্গে প্লেবয়ের প্রচ্ছদের জন্য পোজ দিয়েছেন।

মার্লিন সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশনের মন্ত্রী। ম্যাগাজিনটির ফরাসি সংস্করণে তাকে সাদা পোশাকে দেখা যায়। ম্যাগাজিনের কভারে তার এমন উপস্থিতি নিজের দলের সদস্যদের কাছে সমালোচনার উদ্রেক করেছে।

গ্রিন পার্টির এমপি স্যান্ড্রিন রুসো একটি টিভি চ্যানেলে প্রশ্ন করেছেন, ‘ফরাসি জনগণের প্রতি সম্মান কোথায়?’

রুস বলেছেন, ‘যারা আরো দুই বছর কাজ করতে যাচ্ছেন, যারা বিক্ষোভ করছেন, যারা বেতন হারাচ্ছেন, যারা মুদ্রাস্ফীতির কারণে খাওয়ার ব্যবস্থা করছেন না। নারীদের দেহ যে কোনো জায়গায় উন্মুক্ত করা সম্ভব। আমি তাই মনে করি, কিন্তু এর একটা সামাজিক প্রেক্ষাপট আছে।’

রাজনীতিবিদ জিন লুক মেলেনকন এক টুইটে লিখেছেন, ‘যে দেশে প্রেসিডেন্ট নিজেকে পিফ এবং তার মন্ত্রী প্লেবয়ে পোজ দেন, সেখানে সমস্যা হবে বিরোধীরা। ফ্রান্স ট্র্যাক থেকে সরে যাচ্ছে।’

এদিকে প্লেবয় তাদের ফরাসি-ভাষার সংস্করণের পক্ষে বলেছে, এটি কোনো ‘সফট পর্ন ম্যাগাজিন’ নয়। সম্পাদক জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন এএফপিকে বলেছেন, মার্লিন সরকারের সব মন্ত্রীদের মধ্যে প্লেবয়ের জন্য সবচেয়ে ‘সামঞ্জস্যপূর্ণ’ ছিলেন। কারণ তিনি নারীদের অধিকারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি নারীবাদী বিষয়ের জন্য একটি উপকরণ হতে পারে।

এই ঘটনাটি এমন এক সময়ে হয়েছে যখন ফ্রান্স একটি রাজনৈতিক ও সামাজিক সংকটের মাঝে রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ব্যাপক জনবিক্ষোভ সত্ত্বেও বিতর্কিত পেনশন সংস্কারের পথে এগিয়ে যাওয়ার পদক্ষেপের ফলে এই সংকট শুরু হয়েছে। সূত্র: জি নিউজ

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়