বেনজেমার হ্যাটট্রিকে বার্সার হার, ফাইনালে রিয়াল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১২, বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২৩ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ভক্তদের জন্য মৌসুমটা পোয়াবারো। এক মৌসুমে পাঁচটি ক্লাসিকো! সচরাচর যা দেখা যায় না। লিগ ক্লাসিকোয় রিয়াল ৩-১ গোলে জিতে মৌসুম শুরু করলেও পরের তিন ম্যাচে বার্সার কাছে হারের তিক্ত স্বাদ পায় তারা। যার মধ্যে সুপার কাপের ফাইনালও ছিল।

 

এবার ক্যাম্প ন্যুতে কোপা দেল রে'র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের দুর্দান্ত জয়ে যেন প্রতিশোধ নিল লস ব্লাঙ্কোসরা। প্রথম লেগে ১-০ গোলের হারের পর দ্বিতীয় লেগের এই কামব্যাকে ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে ক্যাম্প ন্যুর ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় ব্লাঙ্কোসরা। গোল খাওয়ার শঙ্কা থেকে চোখ ধাঁধানো এক কাউন্টার অ্যাটাকে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সম্যান করিম বেনজেমা হ্যাটট্রিক করেন। ম্যাচের ৫০ মিনিটে লুকা মডরিচের বক্সের সামনে দেয়া বল ধরে নিঁখুত দক্ষতায় গোল করেন রিয়াল স্ট্রাইকার। ৫৮ মিনিটে ভিনির আদায় করা পেনাল্টি থেকে ব্যবধান বড় করেন তিনি।

এরপর ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বেনজেমা। এবারও চেনা ছক কাউন্টার অ্যাটাক থেকে গোল পায় লিগ টেবিলে দুইয়ে থাকা দলটি। বেনজেমাকে দিয়ে গোল করান ভিনি।

আগামী ৬ মে রিয়াল মাদ্রিদ কোপা দেল রে'র শিরোপার লড়াইয়ে ওশাসুনার মুখোমুখি হবে। সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলকাওকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়