ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৪৮, বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২৩ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দীর্ঘ ৬ বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর শিরোপা উৎসব করা লিওনেল মেসিরা একধাপ এগিয়ে সিংহাসনে বসলেন। বিশ্বকাপ ট্রফির পর ঘরের মাঠে পানামা (২-০) ও কুরাসাওয়ের (৭-০) বিপক্ষে দারুণ জয়ে এই উন্নতি করে আলবিসেলেস্তারা।

তবে ‍দুঃসংবাদ আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য। শীর্ষ থেকে দুইধাপ পিছিয়ে সেলেকাওরা তিনে নেমে গেছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সম্প্রতি মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া এই অবনতি হলো দলটির।

কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স একধাপ উন্নতি করে দুইয়ে উঠেছে। ফরাসিরা ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায়।

শীর্ষ দশে অন্য জায়গাগুলো অপরিবর্তিত আছে। যথাক্রমে দলগুলো হলো বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়