সাবিনা-কৃষ্ণাদের হাতে উঠল বিসিবির চেক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৫, বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২৩ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

সাফজয়ী নারী ফুটবল দল দেশে ফেরার দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করে।  প্রায় ৬ মাস পর সাবিনা-কৃষ্ণাদের হাতে উঠল চেক। খেলোয়াড়দের সঙ্গে কোচ গোলাম রব্বানি ছোটন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন প্রতিনিধি বিসিবি কার্যালয়ে এসে গ্রহণ করেন চেক।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ছাড়াও হস্তান্তরের আনুষ্ঠানিকতায় ছিলেন কয়েকজন বোর্ড পরিচালক।

গতকাল বুধবার সংবাদমাধ্যমে উঠে আসে নারী ফুটবলারদের টাকা না পাওয়ার বিষয়টি। বিসিবি অভিযোগ তোলে অর্থ হস্তান্তর প্রক্রিয়া থমকে আছে আনুষ্ঠানিকতার সুযোগ না মেলায়। চেক প্রস্তুত থাকলেও তা হস্তান্তরের আনুষ্ঠানিকতায় বাফুফের সাড়া মিলছে না, এমনটা জানায় বিসিবি মুখপাত্র নিজামউদ্দিন। এর ২৪ ঘণ্টা পরই শেষ হল চেক প্রদানের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিন চলাকালীন বিকেলে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রাব্বানী ছোটনসহ চারজন আসেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনের খেলা শেষে বিসিবি তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেয়া হয়।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়