৩৬ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশি জাহাজ

পটুয়াখালী সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ২৪ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৩০০ মেট্রিকটন কয়লা নিয়ে ভিড়েছে অরুণা হুলায়া নামের মার্সেল আইস ল্যান্ডের পতাকাবাহী একটি বিদেশি জাহাজ। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বন্দরের ইনার অ্যাঙ্করে জাহাজটি নোঙর করে।

পায়রা বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ২৬ মার্চ পায়রা বন্দরের সাড়ে ১০ মিটার গভীরতার ৭৫ কিলোমিটার দীর্ঘ চ্যানেলে হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে এটি দেশের সব থেকে গভীরতম বন্দর হিসেবে দাবি করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, এখন থেকে নিয়মিত বড় জাহাজ এ বন্দরে নোঙর করবে। বাংলাদেশ ডেভলপমেন্ট ফান্ডের সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং প্রতিষ্ঠান জান ডে নুল এ ড্রেজিং কাজ সম্পন্ন করে। বিস্তর গবেষণা ও সমীক্ষার পর এ চ্যানেলটি তৈরি করা হয়। এতে ৬০ হাজার টন পণ্যবাহী প্যানাম্যক্স সাইজের জাহাজ সরাসরি বন্দরের টার্মিনালে ভিড়তে পারবে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বন্দরের এ চ্যানেলটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ড্রেজিং কাজ চলমান থাকবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়