মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রাশিয়ার

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:২৫, শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২৫ চৈত্র ১৪৩০
ইভান গার্শকোভিচ।

ইভান গার্শকোভিচ।

যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে রাশিয়া। ৭ এপ্রিল রুশ সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরে কাজ করার সময় গ্রেফতার হন অভিজ্ঞ এই রিপোর্টার। বিভিন্ন খবরে জানা গেছে, গার্শকোভিচ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন দৈনিক পত্রিকাটি অবিলম্বে তার মুক্তি দাবি করেছে।

গার্শকোভিচকে গ্রেফতারের পর রুশ প্রেসিডেন্ট কার্যালয় বলেছিল তাকে ‘হাতেনাতে’ আটক করা হয়েছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি বলেছিল, তারা অবৈধ কার্যকলাপ বন্ধ করেছে। তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করে যাচ্ছিলেন। ফলে আটক করা হয়েছে। তিনি রাশিয়ার প্রতিরক্ষা সংস্থার কার্যক্রম সম্পর্কে একটি রাষ্ট্রীয় গোপনীয় তথ্য সংগ্রহ করেছিলেন। আনুষ্ঠানিক গ্রেফতার দেখিয়ে মস্কোর একটি আদালতে তোলা হয়। ২৯ মে পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ হলে রুশ আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ২০ বছর কারাগারে কাটাতে হবে।
 

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়