পদ্মা সেতুতে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ২

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৬, শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২৫ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে চালকসহ ২ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে সেতু হয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
 

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন (৩৫) ও সহযোগী রিপন (২৮) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রিপন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

পদ্মা সেতুর উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, বিকেল পৌনে ৫টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার মাঝামাঝিস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আলমগীর হোসেন ও সহযোগী রিপন আহত হন।

 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়