রাত ১০টার আগেই ডিএনসিসির পশুর বর্জ্য অপসারণ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৮:৪০, সোমবার, ১১ জুলাই, ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের দিন ডিএনসিসির ১০টি অঞ্চলে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং বর্জ্য অপসারণ করা হয়েছে প্রায়…

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাত ১০টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে।

রেবিবার (১০ জুলাই) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্ব নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় আট ঘণ্টারও কম সময়ে শেষ হয় বর্জ্য অপসারণ।

ঈদের দিন ডিএনসিসির ১০টি অঞ্চলে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং বর্জ্য অপসারণ করা হয়েছে প্রায় নয় হাজার মেট্রিক টন।

ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫০টির শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের সব বর্জ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও সরাসরি তদারকি করেন।

তিনি জানান, আগামীকালও বর্জ্য বিভাগকে কোরবানির বর্জ্য দ্রুত সময়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়