বিদ্যুৎ সাশ্রয়ে যে সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:৪৯, রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২৬ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কার্যালয়ে সকাল সাড়ে সাতটা থেকে কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যে সরকার। আগামী মাসের শুরু থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

শনিবার (৮ এপ্রিল) পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ থেকে সব সরকারি অফিস সকাল সাড়ে ৭টায় খুলবে ও বেলা ২টায় বন্ধ হবে। নতুন অফিসের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

তিনি বলেন, পাঞ্জাব রাজ্যে সরকারি দপ্তরগুলোতে কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্যের সরকারি কর্মকর্তা–কর্মচারীসহ অনেকের সঙ্গে আলোচনার পর নতুন সময়সূচি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রীষ্মকালে অফিসের এ সময় পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা কমবে।

পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডের বরাত দিয়ে ভগবন্ত মান আরও বলেন, দিনের বেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেলা দেড়টার পর শুরু হয়। যদি সরকারি অফিসগুলো বেলা দুইটায় বন্ধ হয়, তবে সর্বোচ্চ ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা কমবে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়