গভীর রাতে সিরিয়ায় আর্টিলারি হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১০, রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২৬ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের আক্রমণের জবাবে শনিবার (৮ এপ্রিল) ইসরায়েলে ছয়টি রকেট ছুড়েছিল সিরিয়া। জবাবে সিরিয়ান ভূখণ্ড টার্গেট করে কামান হামলা চালিয়েছে ইসরায়েল।

রোববার গভীর রাতে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা চালায় বলে প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তারা সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে। গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সহিংসতা বাড়ার পর রোববার মধ্যরাতে এই আন্তঃসীমান্ত হামলার ঘটনা ঘটে।

অবশ্য সিরিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট ছোড়া হয়েছে। প্রথমটিতে তিনটি রকেট ছিল, যার মধ্যে একটি রকেট ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমির একটি মাঠে আঘাত হানে।

তবে নিক্ষিপ্ত এসব রকেটের কোনোটিই ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দ্বিতীয় রাউন্ডের উৎক্ষেপণেও তিনটি রকেট ছিল। এসব রকেট উত্তর ইসরায়েলের দিকে যায় এবং রকেট হামলার সতর্ককতা হিসেবে সেখানে সাইরেন বাজায় কর্তৃপক্ষ।

অবশ্য এসব রকেট উৎক্ষেপণের জন্য তাৎক্ষণিকভাবে কেউ কোনও দায় স্বীকার করেনি।

তবে লেবাননভিত্তিক আল মায়াদীন টিভি জানিয়েছে, ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করেছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।

উল্লেখ্য, আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার পর দেশটির ব্যাপক নিন্দা করে প্রতিবেশী মুসলিম দেশগুলো। এর পরপরই লেবানন থেকে রকেট হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবারের ওই রকেট হামলাসহ ইসরায়েলে পরপর দুই রাতে এমন হামলা হয়। সবমিলিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়।

পরে রকেট হামলার জবাবে গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। শুক্রবারের ওই হামলার পর লেবাননেও বিমান হামলা শুরু করেছিল ইসরাইল।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়