ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৫০, রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২৬ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে তিউনিসিয়া উপকূলে চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে স্থানীয় সময় শুক্রবার রওনা হওয়া দুটি নৌকা স্ফ্যাক্স শহরে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

স্ফ্যাক্স শহরের আদালতের বিচারক ফাউজি মাসমৌদি বলেন, চারজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ২৩ জন। এখনও ৫৩ জনের খোঁজ মিলছে না। উদ্ধার হওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা বেড়েছে। প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা এ পথে যাওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হচ্ছেন। ঘটছে প্রাণহানির ঘটনাও।

ন্যাশনাল গার্ড বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে যাওয়ার পথে ১৪ হাজারের বেশি মানুষ আটক বা উদ্ধার হয়েছেন। এদের বেশির ভাগই অফ্রিকার সাব-সাহারা অঞ্চলের। এই সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে পাঁচগুণ।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়