ফ্রান্সে মার্সেই নগরীতে এক বিস্ফোরণে দুটি আবাসিক ভবনে ধস

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:০৪, সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২৭ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ফ্রান্সের মার্সেই নগরীতে এক বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের ধাক্কায় ভবন দুটি ধসে পড়ায় আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। 

আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় বেশি লাগে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তৃতীয় একটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিরাপত্তা বিবেচনায় এলাকার অন্তত ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাস্তায় খাবার বিক্রয় করা এক প্রত্যক্ষ দর্শী বলেছেন, বিস্ফোরণের শব্দে সব কিছু কেঁপে উঠে। মানুষকে দৌড়াতে দেখেছি আমরা। চার দিকে ছিল ধোঁয়া।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়