লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৮, সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২৭ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরীকে নিবিড় পর্যবেক্ষণে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়