৬ মাসের সাজা এড়াতে সাত বছর ‘হিজড়া’র ছদ্মবেশে

চট্টগ্রাম সংবাদদাতা || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৫, সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২৭ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মাদকের মামলায় ছয় মাসের সাজা হয়েছিল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা লিটন চৌধুরীর। কিন্তু সেই সাজা এড়াতে সাত বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন তিনি। দীর্ঘ এই সময়ে ‘হিজড়া’র ছদ্মবেশে থাকলেও শেষ রক্ষা হয়নি তার।

রোববার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। চল্লিশ বছর বয়সী লিটনের বাড়ি উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামে।

পটিয়া থানা পুলিশ জানায়, ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হন লিটন। সেই মামলায় ২০১৫ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা; অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে আসামি লিটন চৌধুরী হিজড়ার ছদ্মবেশে চলাফেরা করতে থাকেন। দীর্ঘদিন পর পুলিশ তার বিষয়ে তথ্য পেয়ে গ্রেপ্তার করে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, সাজাপ্রাপ্ত আসামি লিটন তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে শাড়ি, ব্লাউজ পরে ঘোরাফেরা করতেন।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়