খবর পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৪২, মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ২৮ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

কুয়েতের একটি সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভার্চ্যুয়াল এক সংবাদ পাঠিকার সংবাদ পাঠ শুরু করেছে। অনলাইনে সংবাদ পাঠের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ পাঠিকাকে দেখা গেছে কুয়েত নিউজ-এর ওয়েবসাইটে। সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট পরা এই সংবাদ পাঠিকার হাল্কা রংয়ের চুলগুলো ঢাকা ছিল না। আল-জাজিরা

বিশুদ্ধ আরবিতে এই সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কুয়েত নিউজ-এ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করা কুয়েতের প্রথম সংবাদ উপস্থাপিকা। কোন ধরনের সংবাদ আপনারা পছন্দ করেন? এখন আপনাদের মতামত শোনা যাক।’ 

১৯৬১ সালে প্রতিষ্ঠিত কুয়েত টাইমস উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি দৈনিক। ২০২২ সালে পত্রিকাটি কুয়েত নিউজের সঙ্গে একীভূত হয়। পত্রিকাটি ও ওয়েবসাইটটির ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফতাইন বলেন, পাঠক ও দর্শকদের নতুন ও উদ্ভাবনী কিছু দেয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষারই অংশ এই উদ্যোগ। 

আবদুল্লাহ আরও বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ আত্মস্থ করতে পারবে এবং ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ উপস্থাপন করতে পারবে। তিনি বলেন, ‘ফেদা একটি জনপ্রিয় পুরোনো কুয়েতি নাম যার অর্থ রুপা। আমরা সবসময় রোবটকে রূপালি এবং ধাতব রঙের কল্পনা করি। তাই আমরা এখানে দুটিরই সমন্বয় ঘটিয়েছি।’ 

সংবাদমাধ্যমটির এ কর্মকর্তা আরো বলেন, এই সংবাদ পাঠিকার স্বর্ণকেশী চুল এবং হালকা রঙের চোখ তেল সমৃদ্ধ দেশটির কুয়েতি ও অভিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যকেই প্রতিফলিত করে। 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়