আগামী ৭ দিন অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:১০, মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ২৮ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের ৫ বিভাগ ও ৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ পরবর্তী সাত দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে। এরমধ্যে তাপমাত্রা আরও বেড়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়