মিয়ানমারে অনুষ্ঠানে সেনাবাহিনীর হামলা, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৪:২৩, মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ২৮ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি গ্রামে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর হামলায় অন্তত ৫৩  জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন নারী এবং কিছু শিশুও রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানটি সামরিক সরকারের বিরোধীদের ছিল। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে এটিই সবচেয়ে বড় বিমান হামলা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী তাদের বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

দিনবদলবিডি/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়