ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:০১, বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ২৯ চৈত্র ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের পাঞ্জাব রাজ্যের ভাটিন্ডা মিলিটারি স্টেশনের (সামরিক ছাউনি) ভেতরে গোলাগুলির ঘটনায় অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া দল অনুসন্ধান চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভাটিন্ডা মিলিটারি স্টেশনের অভ্যন্তরে ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। স্টেশন কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করা হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে, চার জনের হতাহতের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তবে ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়