৮ দিন পর বঙ্গবাজারে ব্যবসা শুরু
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজার মার্কেটে চৌকি পেতে জামাকাপড় বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।
গত ৪ এপ্রিল মার্কেটে আগুন ধরার আট দিন পর বুধবার বেলা ১১টার দিকে নতুন করে ব্যবসা শুরু করেন তারা।
অগ্নিকাণ্ডের স্থলে ইট ও বালি বিছিয়ে নিচের অংশ মার্কেটের উপযোগী করে গড়ে তোলা হয়েছে, তবে ওপরে নেই কোনো ছাউনি। বিদ্যুৎ কিংবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নেই। এমন বাস্তবতায় তপ্ত রোদেই চৌকি বসিয়ে এক হাতে ছাতা ধরে, অন্য হাতে মাল বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের।
এই অবস্থায় কেউ কেউ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেও কয়েকজন হতাশা প্রকাশ করেছেন।
বঙ্গমার্কেটে সিটি করপোরেশনের আগের সিরিয়াল নম্বর অনুযায়ী ব্যবসায়ীদের দোকান বসানোর নির্দেশনা দিচ্ছেন মালিক সমিতির নেতারা। যাদের একটা থেকে তিনটা পর্যন্ত দোকান ছিল, তাদের দেয়া হচ্ছে একটা চৌকি। যেটার আয়তন সাড়ে তিন ফুট বাই পাঁচ ফুট। আর যাদের এর বেশি দোকান, তাদের সেই অনুযায়ী চৌকি দেয়া হচ্ছে।
এদিকে খোলা মার্কেটে তপ্ত রোদের নিচে অনেকেই ছাতা হাতে তাদের চৌকিতে মালামাল উঠালেও অনেক চৌকি খালি পড়ে আছে। আবার অনেকে চৌকি বানাতে পাশের ফুলবাড়িয়া মার্কেটে ভিড় জমিয়েছেন।
দিনবদলবিডি/এমআর