নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৩৯, শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ২ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি প্রত্যাশার ষোলকলা পূর্ণ করেছেন। ক্যারিয়ারে যে তার আর প্রাপ্তির কিছু নেই, সেটাও জানিয়েছেন তিনি। শুধু বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলতে চান আর কিছুদিন। তাই প্রায়ই তার অবসর ভাবনা নিয়ে জানতে চাওয়া হয়। যদিও তার আর্জেন্টাইন দলের সতীর্থরা ও কোচ চান আগামী বিশ্বকাপেও মেসি খেলুক আর্জেন্টিনার হয়ে।

মেসির ভবিষ্যৎ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে রীতিমতো হন্যে হয়ে মাঠে নেমেছে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলো। নিজের ভবিষ্যৎ নিয়ে মেসি নিজেও এবার কথা বলেছেন।

ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর এক বিজ্ঞাপনচিত্রের প্রচারণার জন্য ধারণকৃত বিবৃতিতে নিজের পরবর্তী ঠিকানা নিয়ে কথা বলেছেন মেসি। যেখানে তিনি বলেছেন, ‘ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে, তা আমি নিজেও জানি না।’

এ মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসি। শুরুতে পিএসজির সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা থাকলেও পরে নানা বিষয়ে বনিবনা না হওয়ায় চুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এরপর একাধিক গন্তব্যের কথা শোনা গেলেও কোনোটিই এখনো নিশ্চিত নয়। নিজের ভবিষ্যৎ নিয়ে মেসি বলেছেন, ‘আমি জানি না, এরপর কী? আমার ভবিষ্যৎ কোথায়?’

নিজের ভবিষ্যৎ নিয়ে যখন এত জল্পনাকল্পনা, তখন মেসি সেটির ভার সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।’

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়