কিছুটা কমে আবার ছড়িয়ে পড়েছে আগুন

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০২:৪১, শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ২ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

নিউ সুপার মার্কেটের মূল ভবনের সামনের তিন তলা থেকে পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে আগুন। প্রথম অংশে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরে পেছনের অংশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নিউ মার্কেটের চারিদিক থেকে ভবনের জানালা দিয়ে পানি ছিটানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ভেতরে প্রচণ্ড আগুনে কালো ধোয়া বের হয়ে আসছে। 

এদিকে দোকানের মালামাল বের করতে গিয়ে ভেতরে আটকে পড়েছেন বেশকিছু ব্যবসায়ী। তাদের বের করে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস। কতজন ব্যবসায়ীর ভেতরে আটকে পড়েছেন সে সংখ্যা এখনো জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের সদস্যরা বারবার ব্যবসায়ীদের ভেতরে প্রবেশে বাধা দিলেও বিভিন্ন পথে ঢোকার চেষ্টা করছেন তারা।

নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে সকাল ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা। তাদের সঙ্গে নিজেদের মালামাল সরানোর কাজ করছেন ব্যবসায়ীরাও।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়