ঢাকার বিপণি বিতানে বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২৫, শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ২ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর বিপণি বিতানগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সাম্প্রতিক আগুনের ঘটনাগুলোতে কোনো নাশকতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে শনিবার ভোররাতে ধরা অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুনের কারণ এখনও জানা যায় নাই। সেখানে নাশকতার কোনো আলামত এখনও পাওয়া যায়নি, তবে নাশকতার ঘটনা আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘এর আগে দুইটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বঙ্গবাজারে বড় আগুনের ঘটনা ঘটেছে। হাজারীবাগ ট্যানারিতে একটা ঘটনা ঘটেছে। আজকে নিউ মার্কেটে।

‘নাশকতার আলামত পাইনি। ফায়ার সার্ভিস বলেছে, বেশির ভাগ ঝুঁকিপূর্ণ মার্কেট। এটা দুর্ঘটনা নাকি নাশকতা, সেটা মাথায় রেখে তদন্ত হবে।’

খন্দকার গোলাম জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে রাজধানীর বিপণি বিতানগুলোতে বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়