উত্তেজনার মধ্যেই জাহাজ বিধ্বংসী ৪০০ মার্কিন ক্ষেপণাস্ত্র কিনছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৩২, মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৫ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এই ভূখণ্ডটিকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে কার্যত আগ্রাসী মনোভাব পোষণ করছে চীন।

সোমবার (১৭ এপ্রিল) চীনা হুমকির মুখে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০০টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে তাইওয়ান।

ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে তাইওয়ান ৪০০টি মার্কিন স্থল-চালিত হারপুন ক্ষেপণাস্ত্র কিনবে। মূলত বাণিজ্য গোষ্ঠীর একজন নেতা এবং তাইওয়ানের ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে এই তথ্য সামনে আনা হয়েছে।

ইউএস-তাইওয়ান বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট রুপার্ট হ্যামন্ড-চেম্বার্সের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পক্ষে ইউএস নেভাল এয়ার সিস্টেম কমান্ডের জারি করা বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তির ফলে (তাইওয়ান) প্রথমবারের মতো এই ক্ষেপনাস্ত্রের ভ্রাম্যমাণ স্থল-চালিত সংস্করণটি পাবে।

এর আগে তাইওয়ান এই ক্ষেপনাস্ত্র জাহাজ থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ কিনেছিল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৭ এপ্রিল ক্রেতার নাম না জানিয়ে ৪০০টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য ১.১৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির কথা ঘোষণা করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

দফতর থেকে বলা হয়েছে, এই ক্ষেপনাস্ত্রের উৎপাদন ২০২৯ সালের মার্চের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়