ইরানকে রুখতে ইসরাইলে আসছেন বাইডেন
দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ
ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ইরানকে রুখতে নিজেদের যৌথ কার্যক্রম বৃদ্ধি করতে ইসরাইল সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল আরাবিয়ার।
প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার পর অবৈধ ইহুদি দেশটির প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার সঙ্গে রবিবার দ্বিতীয় বৈঠকে বসেন। বৈঠকে তিনি বাইডেনের ইসরাইল সফর নিয়ে কথা বলেন।
মন্ত্রীদের উদ্দেশ্যে ইয়ার লাপিদ বলেন, বাইডেনের বৈঠকের প্রধান ও গুরুত্বপূর্ণ ইস্যু হবে ইরান।
তিনি তার বক্তব্যে আরও বলেন, আমেরিকার রাজনীতির ইতিহাসে ইসরাইল যে কজন কাছের বন্ধু পেয়েছে, বাইডেন হলেন তাদের মধ্যে একজন।
নিজ মন্ত্রীদের সঙ্গে ইরানের ইউরোনিয়াম বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা বলেন ইয়ার লাপিদ।
তিনি জানান, ইরান তাদের ইউরোনিয়াম বাড়িয়েছে, যা তাদের সঙ্গে হওয়া চুক্তির সম্পূর্ণ বিরোধী।
এদিকে ইরানের সঙ্গে ২০১৫ সালের পুরনো একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরাইল প্রথম থেকে এ চুক্তির বিরোধীতা করে আসছে।
দিনবদলবিডি/এমআর