পশ্চিমবঙ্গে করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৩৪, বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পশ্চিমবঙ্গে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন, মারাও গেছেন। এর মধ্যে সতর্কতামূলক নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ক পরার পরামর্শ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার বিজ্ঞপ্তি জারি করে জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাশাপাশি শিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা টিকার বুস্টার ডোজ না নেওয়া থাকলে দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথাও বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সংক্রান্ত রাজ্যের সতর্কতামূলক নির্দেশিকা

১. ভিড় এড়িয়ে চলুন। বিশেষ করে শিশু-কোমর্বিডিটি থাকা বয়স্ক ও অন্তঃসত্ত্বারা ভিড়ে ঠাসা এলাকায় যাবেন না।
২. ট্রেনে-বাসে যাতায়াতের সময় কিংবা ভিড় এলাকায় ঢুকলে মাস্ক ব্যবহার করুন সবাই। 
৩. শিশুদের স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিন।
৪. হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন।
৫. সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে শিশু-কো মর্বিডিটি থাকা বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের।
৬. যারা এখনও করোনার বুস্টার ডোজ নেননি দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন।
৭. জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি হলে করোনা পরীক্ষা করান।
৮. করোনা আক্রান্ত হলে অন্তত ১ সপ্তাহ আইসোলেশনে থাকুন।
৯. শ্বাসকষ্ট হলে বা অক্সিজেন স্যাচুরেশন কমলে দ্রুত হাসপাতালে যান। 
১০. চিকিৎসকদের পরামর্শ ছাড়া কফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক খাবেন না। 

এছাড়া যেকোনো প্রয়োজনে রাজ্যের করোনা সংক্রান্ত হেল্প লাইন নম্বর ১৪৪১৬-এ যোগাযোগ করার কথা বলা হয়েছে।
 
 

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়