ট্রাকে উচ্চস্বরে গান-নাচানাচি, অর্ধশত শিশু-কিশোরকে আটক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৯, সোমবার, ১১ জুলাই, ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ট্রাকে করে উচ্চস্বরে গান বাজিয়ে ঘোরাঘুরির সময় প্রায় অর্ধশত শিশু-কিশোরকে থানায় নিয়েছে সদর থানা পুলিশ…

চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ট্রাকে করে উচ্চস্বরে গান বাজিয়ে ঘোরাঘুরির সময় প্রায় অর্ধশত শিশু-কিশোরকে থানায় নিয়েছে সদর থানা পুলিশ।

সোমবার (১১ জুলাই) দুপুরে ট্রাকসহ তাদের আটকের পর সদর থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান।

ওসি মাহবুবুর রহমান বলেন, ছোট ছোট বাচ্চা ট্রাকে করে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করে ঘোরাঘুরির সময় তাদের থানায় আনা হয়েছে। যেভাবে গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গানের তালে নাচানাচি করছিল, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। তাদের পরিবারকে খবর দিয়েছি। তাদের জিম্মায় দেওয়া হবে। এ রকম গাড়ি দেখলেই আটক করা হবে।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়