সিইসি'র সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৯, বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে যান রাষ্ট্রদূত।

বৈঠকের পর টুইটারে ইইউ রাষ্ট্রদূত লিখেন, তিনি আসন্ন সংসদ নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন সম্পর্কে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আলোচনা করেছেন।

তবে, বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে সিইসির সঙ্গে রাষ্ট্রদূতের একটি ছবি পোস্ট করা হয়েছে।

এর আগে, ১৭ এপ্রিল, চার্লস হোয়াইটলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছিলেন এবং বাংলাদেশে প্রস্তাবিত একটি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের বিষয়ে আলোচনা করেছিলেন।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়