৪১ হাজার টন পাথর নিয়ে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’ ভিড়লো পায়রা বন্দরে, গড়ল নতুন ইতিহাস

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ বিকাল ০৫:২১, বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় এখন প্রতিদিনই চোখে পড়ার মতো পণ্য খালাসের ব্যস্ততা দৃশ্যমান। বন্দরটিতে এবার ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ভিড়েছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’। 

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি ইনার এ্যাংকরেজে নোঙ্গর করে। গত ১৫ এপ্রিল ১৩ মিটার গভীরতার এ জাহাজটি আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। পরে লাইটারের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ।

gg

বর্তমানে ১০.৩০ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ইনার এ্যাংকরেজে প্রবেশ করায় আরেক নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর। এর আগে বন্দরের ইনার এ্যাংকরেজে ভিড়েছিলো ১০.২০ মিটার গভীরতার জাহাজ। 

পায়রা বন্দরের গনমাধ্যম ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বাংলাদেশের যেকোনো বন্দর থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। যার ফলে এখন থেকে একের পর এক এক রেকর্ড গড়বে পায়রা বন্দর। কারণ দেশের ইতিহাসে কোনো বন্দরের ইনার এ্যাংকরেজে ৪১ হাজার মেট্রিক টন মাল নিয়ে ঢুকতে পারেনি কোনো জাহাজ।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়