ভারতে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

নিউজ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ০১:৩৭, বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৭ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

ভারতে একদিনের ব্যবধানে নতুন করে সংক্রমণ আরও বাড়তে দেখা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১২ হাজারের বেশি সংক্রমণ দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১২ হাজার ৫৯১ জন। গত ৮ মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫ হাজার ২৮৬।

দেশটিতে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৩১ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৪০ জন। এর মধ্যে কেরালায় মারা গেছে ১১ জন।

বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৪০১।

এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৩১ হাজার ১৯০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।

দেশটিতে দৈনিক পজিটিভ কেস ৫ দশমিক ৪৬ শতাংশ এবং সাপ্তাহিত পজিটিভ কেস ৫ দশমিক ৩২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ২২০ কোটি ৬৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়