৩ হাজার মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেন ডিপজল

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, সোমবার, ১১ জুলাই, ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পর্দার এই মানুষটি প্রতি বছর ১০-১২টি গরু কোরবানি দেন। এবারো এর ব্যতিক্রম হয়নি…

মনোয়ার হোসেন ডিপজলকে চলচ্চিত্রের পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল-অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি। পর্দার এই মানুষটি প্রতি বছর ১০-১২টি গরু কোরবানি দেন। এবারো এর ব্যতিক্রম হয়নি।

ডিপজল বলেন, প্রতিবার যা করি, এবারও আমার বাড়িতে ঈদের আয়োজন সেভাবেই হয়েছে। ঈদের নামাজ পড়ে কোরবানি দেই। মাংসগুলো ব্যাগে ভরে প্রায় ৩ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়। আমরা এ কাজটি নিয়মিত করি। এছাড়া আত্মীয়-স্বজন, বিশেষ করে বোনেদের বাসায় কোরবানির মাংস পাঠাই।

সিনেমার মানুষদের সঙ্গে কোরবানির ঈদ কাটানোর প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল বলেন, মিরপুরে গরু কাটা হয়। সেখানে আমার আরো দুই ভাই গরু কাটেন। তারাও ৮-১০টা গরু কোরবানি দেন। সেখানে সিনেমার পরিচিত ও কাছের মানুষজন আসেন।

আমরা মুসলিমদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যেও খাসির মাংস বিতরণ করি। এ ছাড়া উটের মাংসও বিতরণ করি। বলেন ওলিজা মনোয়ার।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়