রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:৫৭, সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১১ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

`বাংলাদেশের জনগণের শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে চিঠিতে শি জিনপিং উল্লেখ করেন যে, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী'

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
 
চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্তায় রাষ্ট্রপতি শি জিনপিং এর নিজের পক্ষ, চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। 

বাংলাদেশের জনগণের শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে চিঠিতে শি জিনপিং উল্লেখ করেন যে, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং উভয়কে সহযোগিতাকে করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ওই সম্পর্ক সবার জন্য উদাহারণ। 

বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করতে প্রস্তুত। 

দিনবদলবিডি/Enam

সর্বশেষ

পাঠকপ্রিয়