১৭৩ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরই মার্কিন বিমানে আগুন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৪, সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১১ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী একটি বিমান। গতকাল রবিবার ওহাইওর কলম্বাস শহরে এই ঘটনা ঘটে। এসময় বিমানটিতে ১৭৩ যাত্রী ছিলেন। খবর সিএনএনের।

আমেরিকান এয়ারলায়েন্সের বিমানটির পাইলট জরুরি অবতরণ করেন। রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণে আনা হয় এর আগুন।  দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বোয়িং ৭৩৭ এর ফ্লাইট ১৯৫৮ কলম্বাস থেকে ফিনিক্সের উদ্দেশ্যে রওনা হতে উড্ডয়নের পরপরই  বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই পাখি ঢুকে পড়ে বিমানটির ইঞ্জিনে। এরপরই তাতে আগুন ধরে যায়। তা ছড়িয়ে পড়ে দ্রুত। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনবদলবিডি/Rakib

সর্বশেষ

পাঠকপ্রিয়