১৩ গ্যাং সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ দুপুর ১২:৩১, মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

হাইতির রাজধানীতে সন্দেহভাজন ১৩ জন গ্যাং সদস্যকে পেটানোর পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন গ্যাং সদস্যদের আটক করেছিল এবং তাদের গাড়িতে তল্লাশি চালায়। এরপরেই জনতা ওই গ্যাং সদস্যদের বেধরক পিটুনি দেয় এবং পেট্রলভেজা টায়ার দিয়ে তাদের জ্বালিয়ে দেয়।

দেশটির পুলিশ বলছে, এ ঘটনার আগে তাদের কাছ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। তবে কীভাবে আটক গ্যাং সদস্যরা জনতার হাতে গেল- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

২০২১ সালের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসেকে হত্যাকাণ্ডের পর দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে।

গতকাল সোমবার জাতিসংঘের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, দেশটির রাজধানীতে নিরাপত্তাহীনতা যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোর স্তরে পৌঁছেছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৪ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশটিতে গ্যাং সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৮ জন নারী, দুই জন শিশু। এ ছাড়া সংঘর্ষের কারণে দেশটিতে অনেক স্কুল এবং স্বাস্থ্য স্থাপনা বন্ধ হয়ে গেছে।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়