‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে ভারতে স্বাস্থ্যমন্ত্রী

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৮, মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে ভারত গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে বিমানে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

দিল্লির প্রগতি ময়দানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত তিনদিন ব্যাপী এই সম্মেলন আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভুত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসাই এই সম্মেলনের উদ্দেশ্য। 
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা।

সম্মেলনে মধ্যপ্রচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসমূহসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়