মোবাইল ফোন বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক সংবাদ || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১১:১৬, বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১৩ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

মোবাইল ফোন ব্যবহারের সময় বিস্ফোরণে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। শিশুটির নাম আদিত্যশ্রী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অদিত্যশ্রী ফোনটি ব্যবহার করার সময় সেটি তার মুখের ওপর বিস্ফোরিত হয়। এতে মারাত্মক আহত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। 

আদিত্যশ্রী স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে কেরালার থিরুভিলভামালায় বসবাস করত। পুলিশ এ ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ফোনের ধ্বংসাবশেষ।

দিনবদলবিডি/Jannat

সর্বশেষ

পাঠকপ্রিয়