ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৮:৩৭, মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ২৮ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (মঙ্গলবার, ১২ জুলাই) অফিস খুলছে। গতকাল (সোমবার, ১১ জুরাই) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটিশেষ হয়েছে। আজ মঙ্গলবার অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলবে।

রবিবার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসেবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগদেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

সূত্র : বাসস

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়