করোনায় বিশ্বে আরও ২৮৩ জনের মৃত্যু

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:০৫, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১৪ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ১৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৭৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ১৯৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬১ হাজার ৬২৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৬৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৬২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়