বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ, শীর্ষে দিল্লি

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ১০:১৪, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১৪ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার ঢাকার অবস্থান চতুর্থ। এদিন সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৬ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আজ সকালের তথ্যানুযায়ী, ১৮৭ স্কোর দূষণের শীর্ষে রয়েছে দিল্লি। দিল্লির পরের স্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং নেপালের কাঠমান্ডু। দূষণের শীর্ষ ১০ স্থান দখল করা অন্য শহরগুলো হলো ভারতের মুম্বাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের সাংহাই ও বেইজিং, থাইল্যান্ডের ব্যাংকক এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

দিনবদলবিডি/Anamul

সর্বশেষ

পাঠকপ্রিয়