বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন বাজেট সহায়তা দেবে জাপান

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪১, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১৪ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো

ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন বাজেট সহায়তা দেবে জাপান। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি এ আশ্বাসও দিয়েছে দেশটি।

বুধবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে, ঢাকা ও টোকিওর মধ্যে ৮টি চুক্তি ও সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরে জাপানের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশ। আমরা খুব ভাগ্যবান তাদের সুন্দর আবহাওয়ায় আসতে পেরেছি। এবার জাপান প্রধানমন্ত্রীকে অনেক সম্মান দিয়েছে।

তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে উভয়পক্ষ রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করে।

এছাড়া বৈঠকে ঢাকা-টোকিওর পাশাপাশি চলতি বছরই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

দিনবদলবিডি/Rony

সর্বশেষ

পাঠকপ্রিয়