রাজাপাকসের গোপন বাংকারে কি আছে, জানাল বিক্ষোভকারীরা

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সকাল ০৯:৫৭, মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ২৮ আষাঢ় ১৪২৯
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিক্ষোভকারীরা বাংকারটির ভেতর ঢোকেন। আর বাংকারটির ভেতর তারা শক্ত একটি…

শনিবার (১০ জুরাই) সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যান শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে। এরপর তার বাড়ির ভেতর ঢুকে পড়েন সাধারণ বিক্ষোভকারীরা।

তার সরকারি বাসভবনের ভেতর একটি গোপন বাংকারের খোঁজ পেয়েছেন তারা। বাংকারটি একটি আলমারি সদৃশ্য ফার্নিচার দিয়ে ঢাকা ছিল।

বিক্ষোভকারীরা বাংকারটির ভেতর ঢোকেন। আর বাংকারটির ভেতর তারা শক্ত একটি লোহার দরজার দেখা পান। খবর এনডিটিভির।

প্রেসিডেন্টের বাড়ির ভেতর পাওয়া বাংকার এবং লোহার দরজা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। কি আছে এই দরজার পেছনে? তাদের মনে ঘুরপাক খাচ্ছে এ প্রশ্ন।

সেটি জানার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। তারা দরজাটি ভাঙার চেষ্টা করেন। তবে এটি এতটাই শক্ত যে, দরজাটি তারা ভাঙতে পারেননি।

এনডিটিভির সাংবাদিক বাংকারটির ভেতর প্রবেশ করে দেখেন, দরজাটির গায়ে অসংখ্য আঘাতে চিহ্ন। এর মাধ্যমে বোঝা গেছে দরজাটি ভাঙতে চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।

এদিকে বিক্ষোভকারীদের ধারণা এ দরজার ভেতর জনগণের লুট করা অর্থ লুকিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে।

তাদের এ ধারণাটি আরো প্রবল হয়েছে কারণ, তারা প্রেসিডেন্টের বাড়ি থেকে ১৭ মিলিয়ন শ্রীলংকান রুপি উদ্ধার করেছেন। যা প্রায় ৫০ হাজার ডলারের সমান। উদ্ধার করা এসব অর্থ পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা।

এদিকে এমন উত্তেজনাকর সময়ে খবর বের হয়েছে, প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে বিমান ঘাঁটি থেকে বিশেষ বিমানে করে দুবাইয়ে পালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

দিনবদলবিডি/আরএজে

সর্বশেষ

পাঠকপ্রিয়